২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে: তাসকিন

বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিক তুলে নিয়েছেন পেসার নুয়ান প্রদীপকে তুলে নিয়ে। আর সেই তাসকিনই জানালেন শেষ ওভারের আগেই এমন কিছু কল্পনা করছিলেন মনে মনে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হওয়াতে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন এই প্রাপ্তিকে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন উইকেট তুলে নেন। তাতেই তাইজুলের পর বাংলাদেশের হয়ে এই কীর্তি গড়েন তাসকিন।

বিশ্বের ৪১তম বোলার হিসেবে তাসকিন হ্যাটট্রিক তুলে নিয়েছেন পেসার নুয়ান প্রদীপকে তুলে নিয়ে। আর সেই তাসকিনই জানালেন শেষ ওভারের আগেই এমন কিছু কল্পনা করছিলেন মনে মনে। শেষ পর্যন্ত হ্যাটট্রিক হওয়াতে ক্যারিয়ারের সেরা অর্জন হিসেবেই দেখছেন এই প্রাপ্তিকে। বুধবার কলম্বোতে রওয়ানা হওয়ার আগে হোটেল আলিয়া রিসোর্ট ও স্পা সেন্টারে সংবাদমাধ্যমের কাছে তাসকিন বলেছেন, ‘শেষ ওভারের আগে আমি ফিল্ডিংয়ে দাঁড়িয়ে এমন কিছুই কল্পনা করেছিলাম। এর আগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আমি করতে পারিনি। তবে এবার তৃতীয় উইকেটটি নেওয়ার আগে আমি খুব নির্ভার ছিলাম। কেন জানি মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়েও গেল।’

হ্যাটট্রিক করে সতীর্থদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন তাসকিন, ‘হ্যাটট্রিকের পর সবাই অভিনন্দন জানিয়েছে এবং ড্রেসিংরুমেও আমি বাহবা পেয়েছি।’

কোর্টনি ওয়ালশের ভূমিকার কথা উল্লেখ করে তাসকিন বলেছেন, ‘বোলিং কোচ ওয়ালশ অনেক খুব সাহায্য করেছেন। তার পরিকল্পনা মতোই বোলিং করেছি। তিনি তো একজন কিংবদন্তি। তবে ওয়ালশের সঙ্গে দলের সবাই অনেক সহায়তা করেছে। সামনের ম্যাচগুলোতে যেন জিততে পারি এবং ভালো খেলতে পারি-সবাই এই দোয়া করবেন।’

বিশ্বের মাত্র ৪১ জন বোলার এই কৃতিত্ব দেখিয়েছেন। তাই এমন অর্জনকে জীবনের সেরা হিসেবেই দেখছেন তাসকিন, ‘এটা আমার জীবনের জন্য বড় একটি অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি। অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি ম্যাচটা হতো এবং আমরা জিততে পারতাম।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি। আসল লক্ষ্য সিরিজ জেতা, উইকেট পাওয়াটা আমরা চেষ্টা করতে পারি কিন্তু সত্যিই সেটা ভাগ্যের ব্যাপার। শেষের ওই বলটা ভালো ইয়র্কার ছিল। বোল্ড না হয়ে ব্যাটের প্রান্তে লেগে চারও হয়ে যেতে পারত। আমি আসলেই ভাগ্যবান। চেষ্টা করেছি, শেষপর্যন্ত সেটা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।