২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে শিক্ষার উন্নয়নে বিপ্লব ঘটাব : জাহাঙ্গীর কবির চৌধুরী

গণসংযোগ শেষে উখিয়া টেকনাফ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায়

নিজস্ব প্রতিবেদক:: দিনভর গণসংযোগ শেষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, রাজাপালং ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান উখিয়া-টেকনাফের মাটি ও মানুষের নেতা জাহাঙ্গীর কবির চৌধুরী রোববার সন্ধ্যায় তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন,মাদকের ভয়াবহতা নিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের নীতিবাচক সংবাদ গণমাধ্যমে আসে। উখিয়া টেকনাফের লোক বললে মাদকের কারণে বিব্রতকর অবস্থায় পড়ি।

কক্সবাজার টেকনাফ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে মাদকের বিরুদ্ধে আমার কঠোর অবস্থানের পাশাপাশি জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।

তিনি আরো বলেন, এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী নতুন মুখদেরকে আমি স্বাগত জানাই। কারণ রাজনীতি করার ও মনোনয়ন চাওয়ার অধিকার সবার আছে। আওয়ামীলীগে হাজারো ফুল ফুটবে, জননেত্রী শেখ হাসিনা একটি ফুল বাছাই করে নিবে। তিনি বলেন, আওয়ামীলীগ থেকে যাকে মনোনয়ন দেয় তার জন্য দলের সকল নেতাকর্মীরা সু-সংগঠিত হয়ে কাজ করবে। দলে কোন কোন্দল ও গ্রুপিং নেই। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে উখিয়া-টেকনাফের জন্য দৃশ্যমান এমন প্রশ্নের জবাবে বলেন, পিছিয়ে পড়া এই জনপদে শিক্ষা, প্রতিষ্টান গড়ে তোলার পাশাপাশি, ব্যাপক শিক্ষা প্রসারে নিরলস ভাবে কাজ করব।

গত ১০ বছরে সারাদেশের ন্যায় শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- নজরে আসার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে উখিয়ায় আশ্রয় নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে উখিয়া টেকনাফে আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গার ঢল সামাল দিতে সরকারের নির্দেশে প্রশাসনের সাথে আমি রাতদিন পরিশ্রম করেছি এবং রোহিঙ্গাদের সহযোগিতায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে অবিরাম পরিশ্রম করেছি। যার ফলে প্রধানমন্ত্রী আমার কষ্ট ত্যাগের কথা বিবেচনা করে, আমাকে সু- নজরে এনেছে। সুতরাং মানবতার মা প্রধানমন্ত্রী কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।

 

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক ওয়াহিদুর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, আওয়ামীলীগ নেতা ছব্বির আহমদ, আবুল ফজল মেম্বার, আমিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।