২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মন্ত্রী ওবাইদুল কাদেরের সাথে এমপি বদির সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ15107395_1865238100362254_6029465991039207805_n আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ওবাইদুল কাদেরর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উখিয়া-টেকনাফের সংসদ আলহাজ¦ আবদুর রহমান বদি। ২২ নভেম্বর বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সৌজন্য বৈঠকের সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ, সাবেক সভাপতি জাফর আলম চৌধুরী, সহ সভাপতি আলহাজ¦ জহির হোসেন এম.এ ও মোহাম্মদ ইলিয়াছ। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সৌজন্য বৈঠকে টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ ব্যবস্থা,পর্যটন ও রাজনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহমদ।
জাতীর জনক বঙ্গবন্ধুর সেই স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ¦ আবদুর রহমান বদিসহ অন্যান্যরা পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে উখিয়া-টেকনাফের সংসদ আলহাজ¦ আবদুর রহমান বদি কারান্তরীন জীবন শেষে আগামী ২৪ নভেম্বর টেকনাফ পৌঁছাবেন বলে জানা যায়। বৃহস্পতি বার সকাল ১০ টায় নভোএয়ার লাইন্স করে ঢাকা থেকে ককসবাজার বিমান বন্দর পৌঁছবেন। সকাল ১১ টায় ককসবাজার বিমান বন্দরে হারানো নেতাকে কাঁচা ফুলের মালা দিয়ে বরনের মাধ্যমে নির্বাচনী এলাকা উখিয়া হয়ে টেকনাফের উদ্যোশ্যে যাত্রা করবেন। সাজানো হাজারো তোরনে, প্রিয় নেতাকে বরণে, মহা ব্যস্ত থাকবেন লাখো এমপি বদি ভক্ত। উখিয়ার পথ সভায় ভক্তদের উদ্যোশ্যে পথ সভা শেষে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল গণ সংবর্ধনা সভায় আলোচনা করবেন।
এদিকে উখিয়া- টেকনাফের বাজারে বাঁশ, গাড়ী, ফুল, ডেকোরেশন এমনকি গেইট স্থাপনের জায়গার মহা সংকট দেখা দিয়েছে। যার একটিই মাত্র কারণ – সেই প্রিয় নেতাকে বরণ।###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।