২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মরিচ্যায় ছয় দোকানে দূর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামাল লুট

উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের পাশাপাশি এলাকা মরিচ্যা গরু বাজার নামক স্থানে ছয় দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা ও বিপুল পরিমান মালামাল লুটে নিয়েছে। রবিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে দোকান মালিকের পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চুরি হওয়া দোকান মালিকগণ দাবি করেন, প্রতিনিধিনের মতো শনিবার রাত ১১টা থেকে ১২ টার মধ্যে তাদের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যান। রবিবার সকালে এসে দেখে তাদের দোকানের তালা ভাঙ্গা পান। তৎক্ষানিক উখিয়া থানায় কল দেয় দোকানিরা। পরে দোকানে খুলে নগদ টাকা ও বিপুল পরিমান মালামালের হদিস নেই বলে জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, মুদির দোকানের ডিলার ভাই ভাই স্টোর এক থেকে নগদ ৪০ হাজার টাকা সহ লাখ টাকার মালামাল লুটে নেয়। এছাড়া ব্রাদার স্টোর থেকে ১০ হাজার টাকার মালামাল, এহসান স্টোর থেকে ৫ হাজা টাকা, ভাই ভাই স্টোর (২) ৪০ হাজার টাকা মালামাল, ভাই ভাই হ্যার্ডওয়্যার থেকে ২০ হাজার টাকার মালামাল এবং সুবর্ণা স্টোর থেকে নগদ ২০ হাজার টাকা ও মোবাইল সহ মালামাল লুটে নেয় চুরেরদল।

স্থানীয় দোকানদার মিন্টু বড়ুয়া জানান, মরিচ্যা গরু বাজার এলাকায় দোকান পাহারায় একজন নৈশপ্রহরী ঠিক করা ছিল। কিন্তু সেই জরুরী চট্রগ্রাম যাওয়ার কারনে তার ছেলে রনি (১৭)কে পাহারার দায়িত্ব দেন।
তবে সে দায়িত্ব অবহেলার কারনে এই দূর্ধর্ষ চুরি সংগঠিত হয় বলে ব্যবসায়ীদের ধারনা।

ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।