২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

মরিচ্যায় গরু- মহিষের মাংস ৬০০ টাকা

পবিত্র শবে বরাতকে পুঁজি করে উখিয়ার মরিচ্যা বাজারে অসাধু কসাই চক্র অতিরিক্ত দামে গরু- মহিষের মাসং বিক্রি করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সাধারন লোকজন। কসাই চক্রের পাশাপাশি মৌসুমী কসাইরাও চড়া দামে মাংস বিক্রি করে আসছে। অনেকটা সিন্ডিকেটের মাধ্যমে কসাই চক্রটি অতিরিক্তি দামে মাংস বিক্রি করছে বলে স্থানীয়দের দাবি।
এই ব্যাপারে ভুক্তভোগি লোকজন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় ভুক্তভোগি মিজান চৌধুরী তার ফেইসবুক ওয়ালে মরিচ্যা বাজারে গরু- মহিষের মাংস অতিরিক্ত দামে বিক্রি করছে বলে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি দাবি করেন, গরু- মহিষের মাংস ৬০০ টাকা, আর হাড়সহ মাসং ৫০০ টাকা। তার মতে, এই দামে কোন দিন মাংস বিক্রি করা হয়নি। অসাধু কসাই চক্র এই কাজ চালিয়ে যাচ্ছেন বলে তিনিসহ অনেকেই অভিযোগ তুলেন।

মিজানের মতে, অঘোষিত ভাবে অতিরিক্রি দাম নেয়ায় পবিত্র শবে বরাতেও অনেকেই গরু- মহিষের মাংস ক্রয় করতে পারেনি। তিনি নিজেই ৬০০ টাকা দিয়ে মহিষের মাংস ক্রয় করেছেন বলে দাবি করেন।

সায়েফ মোহাম্মদ জসিমের আরেক স্ট্যাটাসে ‘মানস বড়ুয়া’ নামের এক এফবি বন্ধু লিখেছেন, কোটবাজারে যা, ৪০০/ ৫০০ টাকায় মাংস বিক্রি হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।