২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মরিচ্যায় বন্যার পানিতে ডুবে গেছে ঘর-বাড়ি ও কবরস্থান

maricha
উখিয়া মরিচ্যা বাজারের আশপাশের নালার উপর অপরিকল্পিত স্থাপনা তৈরির কারনে টানা বর্ষনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঘর-বাড়ির পাশাপাশি বন্যার পানিতে ডুবেছে কবরস্থানও। যার কারনে গত কয়েকদিনের বৃষ্টিতে স্থানীয়দের মাঝে চরম দূর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসি নালা বন্ধকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় এলাকাবাসি জানিয়েছেন, টি আর সুপার মার্কেটের মালিক তমিজ সওদাগর, বাবুল মার্কেটের মালিক এস এম শামশুল হক বাবুল, হাফেজ নূরী সুপার মার্কেটের মালিক হাফেজ আব্দুল মান্নান ও ফজল করিম সওদাগরসহ আরও অনেকেই বাজারের পানি চলাচলের নালা দখল করে স্থাপনা নির্মাণ করেছে।
যার কারনে বাজারে পাশ^বর্তী কবরস্থান, মো নুরু মিয়া, কবিরাজ সালেহ আহমদ, ওবাইদুল হক টিপুসহ অনেকের বাড়ি ঘর ডুবে রয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে।
মরিচ্যা বাজারের পূর্বপাড়াবাসি চলাচলের রাস্তা ডুবে যাওয়ার কারনে মানুষ চরম কষ্টে রয়েছে।
এছাড়া নালা দখলের কারনে মরিচ্যা বাজারে কয়েকটি দোকান ডুবে গেছে।

কবিরাজ সালেহ আহমদ অভিযোগ করে জানান, নালা দখলের কারনে টানা বৃষ্টি পানি বাড়িতে ঢুকে পড়েছে। জীবন যাপনে চরম বেকায়দায় আছি।

হলদিয়া ইউপির মেম্বার মোহাম্মদ ইসলাম নালা দখলের কারনে এই জলাবদ্ধা দেখা দিয়েছে বলে স্বীকার করে বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, এই বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শ করা হয়েছে। ওই সময় চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুও উপস্থিত ছিলেন ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।