কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ মরিচ্যা ফোরস্ট্রোক সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমবায় সমিতির শ্রমিক নেতা জাফর কে অনাকাঙ্কিত ভাবে হামলা করায় গুরুতর আহত হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে হলদিয়ার ব্যাস্ততম স্টেশন মরিচ্যায় পরিবহন ধর্মঘট শুরু করে সিএনজি চালক শ্রমিকরা।
পরে পরিবহন ধর্মঘটের প্রভাব পড়ে মাধ্যমিক স্কুল পড়ুয়া তথা এসএসসি পরিক্ষার্থীদের মাঝে। সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারনে ভোগান্তির সম্মুখীন হয়েছে হলদিয়া, পাতাবাড়ি, খুনিয়াপালং ও মরিচ্যার এসএসসি পরিক্ষার্থীরা। দেখা যায় অনেক ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে যেতে না পারার কান্নাভরা চেহারা।
পরিবহন ধর্মঘটের খবর পেয়ে উখিয়া থানার সাব-ইনস্পেক্টর ফরহাদ উখিয়া থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরে ৩নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্মঘট মুক্ত করেন মরিচ্যা স্টেশন।
উখিয়া থানার সাব-ইন্সপেক্টর ফরহাদ ধর্মঘট পরিস্থিতি সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সময়কে বলেন, এখন পরিস্থিতি শান্ত থাকবে এবং পুনরায় গাড়ি চলাচল শুরু হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।