উখিয়া উপজেলার মরিচ্যা বাজারের উপকন্ঠে তিনটি ভাড়া বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। এই সময় ডাকাতদল ১৪ভরি স্বর্ণঅলংকার, নগদটাকাসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
মরিচ্যা বাজারের উপকন্ঠে নুরুল ইসলাম সওদাগরের মালিকাধীন মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাস করতেন কাপড় ব্যবসায়ি মনজুর আলম, ফামের্সী ব্যবসায়ি প্রদীপ দে ও মার্কেট মালিক নুরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় তিন বাড়িতে কোন লোকজন না থাকার সুবাধে বাসার দরজার লক ভেঙ্গে ডাকাতদল ডুকে লুটপাট চালায়।
ব্যবসায়ি মনজুর আলম দাবি করেন, তার বাসা থেকে ডাকাতদল নগদ ২লাখ ৯০ হাজার টাকা,৮ ভরি স্বর্ন লুটে নেয়। ওই সময় তার পরিবারের লোকজন তাদের নিজ ঘরে বেড়াতে গিয়েছিল।
ব্যবসায়ি প্রদীপ দে দাবি করেন, তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা,৬ভরি স্বর্ন লুটে নেয়। ওই সময় তার পরিবারের লোকজন অন্যত্রে ছিল। একই কথা জানালেন মার্কেট মালিক নুরুল ইসলাম। তিনি দাবি করেন, তার বাসায় কোন লোকজন ছিল না।
ডাকাতদল ডুকেছিল মালামাল নিয়ে যায়নি।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারি এসআই মসিউর অালম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় মেম্বার মনজুর আলম ডাকাতির ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।
এই ঘটনায় বাসার মালিক নুরুল ইসলাম বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।