৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১ | ৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা!

মশার কামড় থেকে বাঁচার জন্য অনেককিছুই করে থাকি আমরা। কয়েল জ্বালানো থেকে শুরু করে অ্যারোসেল স্প্রে করা কোনো কিছুই বাদ রাখিনা। কিন্তু যদি শোনেন মশার কামড় খাওয়ার প্রতিযোগিতা হয় কোথাও। তাহলে নিশ্চয় বিস্মিত হবেন।

শুনতে অবাক লাগলেও মশার কামড় খাওয়ার এই প্রতিযোগিতার হয় রাশিয়ার বেরেজনিকি শহরে।
বিচারকরা রীতিমত বিচার করেন কে কটা কামড় খেল।

রিও অলিম্পিকে যখন কয়েকজন অ্যাথলেটিক গেমস ভিলেজ ছেড়ে পালিয়েছেন মশার কামড়ের ভয়ে তখন ভাবতে পারছেন অনেকেই সেধে মশার কামড় খাচ্ছেন প্রতিযোগিতায় এসে।

ডেঙ্গু, চিকুনগুনিয়া বা জিকা ভাইরাসের শঙ্কা থাকা সত্ত্বেও প্রতিযোগীদের মধ্যেও উত্সাহের বিন্দুমাত্র ঘাটতি থাকে না।

রাশিয়ার উড়াল পর্বতের বেরেজনিকি শহর আয়োজন করে এই প্রতিযোগিতার। প্রতিযোগীদের শর্টস, ট্যাঙ্ক টপ পরে চেরি ফল পাড়তে বনে যেতে হয়। ফিরে আসার পর তাদের পর্যবেক্ষণ করেন বিচারকরা। যার শরীরে যত বেশি মশার কামড়ের দাগ, সে তত এগিয়ে থাকে। প্রতিযোগিতার বিজয়িনীকে বলা হয় ‘টেস্টিয়েস্ট গার্ল’। বিজয়ী হওয়ার জন্য তাকে সহ্য করতে হয় একের পর এক মশার কামড়। বিজয়ীর উপহার সেরামিক কাপ।

বেরেজনিকি শহরের বাসিন্দাদের কাছে মশা-ই হিরো। তাকে কেন্দ্র করেই এমন আজব উৎসব। রাশিয়া ঠান্ডার দেশ। মশাবাহিত রোগও এখানে অনেক কম। তাই এই উত্সবের কোনও কুফল নেই।

যদি ভেবে থাকেন কী অদ্ভুত কাণ্ড! তাহলে কিন্তু ভুল করবেন। শুধু রাশিয়া নয়, টেক্সাসেও প্রায় একই ধরনের উত্সব পালিত হয়। নাম ‘বেস্ট লুকিং মশকোয়াটো লেগস’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।