২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মহিউদ্দিন চৌ’র শেষ বিদায়ে চকরিয়া উপজেলা চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলী

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সফল মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর শেষ বিদায়ে তাঁর মরদেহে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম। গতকাল ১৫ ডিসেম্বর মরহুম চৌধুরীর চট্টগ্রামের ষোলশহরস্থ বাসভবনে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চেয়ারম্যান জাফর আলম চট্টগ্রামবাসির অভিভাবক মহিউদ্দিন চৌধুরীর কফিনে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা চেয়ারম্যান জাফর আলম জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত মহিউদ্দিন চৌধুরীর নামাজে জানাযায় অংশ নেন।

এসময় উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য রোস্তম শাহরিয়ার, উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর প্রমুখ।

আবেগাপফ্লুত চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, চট্টলবীরের এই শূন্যতা কোনতিন পূরন হবার নয়, এমন বীর মহিউদ্দিন চৌধুরী একবারই জন্মায়। এই অসময়ে চলে গেলেন, তাঁর মতো একজন মহিউদ্দিন চৌধুরীকে মানবতার দিশারী জননেত্রী শেখ হাসিনার বড্ড প্রয়োজন।

উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, তাঁর আদর্শিক দেখানো পথে তিনি হাজারো মহিউদ্দিন চট্রলার রাজপথে জন্ম দিয়ে গেছেন। তারাই তাকে বাচিঁয়ে রাখবে চট্রলার রাজপথে। কয়েক মাস আগেও তিনি এই বয়সে প্রতিবাদী বজ্রকন্ঠ কাপিঁয়েছিল চট্রলার রাজপথ। আজ ভোরের পাখিও নিশ্চুপ কারন তাদের সেই পরিচিত বজ্রকন্ঠ যে চিরতরে থেমে গেল। শুধু চট্রলার বীর নয় আপনি, আপনি সমগ্র বাংলাদেশের মহিউদ্দিন চৌধুরী। (আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।