কক্সবাজারের ক্রাইমজোন মহেশখালীতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১ টার দিকে হোয়ানকের মোহরাপাড়া এলাকায় এই ঘটনা সংগঠিত হয়। এই ঘটনায় ১ জন এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় পুলিশ বিপুল অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, উপজেলার হোয়ানকে বিগত সময় সন্ত্রাসীদের গুলিতে খুন হয়েছিলেন পুলিশের এসআই পরেশ কারবারী। বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই মামলা সংক্রান্ত কাজে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
ওই সময় মোহরা পাহাড় এলাকায় পুলিশ-সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধ’ লেগে যায়। এঘটনায় পুলিশের এসআই মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্য আহত হয়। আহত অন্য দুই পুলিশ কনস্টবল হলেন সোহেল ও পারভেজ।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫ টি দেশীয় তৈরী বন্দুক ও ২০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।
ঘটনাস্থলেই পুলিশের হাতে গ্রেফতার হয় এলাকার শীর্ষ সন্ত্রাসী আনু মিয়া ও মোহাম্মদ আজিজ।
পুলিশ কর্মকর্তা প্রদীপ আর জানান, তাদের বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে।
এই ঘটনা নিয়ে পৃথক মামলার প্রস্ততি চলছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।