বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের মহেশখালীতে উড়ন্তাবস্থায় সংঘর্ষে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সংগঠিত সংঘর্ষে বিমান দুটির বিধ্বস্তাংশ মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়া ও উপজেলার ছোট মহেশখালী এলাকায় পড়ে আগুন ভস্মিভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তৎক্ষণাত কেউ জানাতে পারেনি।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান সান্ধ্যকালীন মহড়ায় উড়তে গিয়ে আকাশে সংঘর্ষে পড়ে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তাংশটি মহেশখালী উপজেলার দুটি স্থানে পড়েছে বলে জানালেও এতে কেউ হতাহত হয়েছেন কিনা জানাতে পারেননি তিনি।
তিনি বলেছেন, বিধ্বস্ত বিমান দুটি এয়ারফোর্সের অতটুকুই সংশ্লিষ্ট বিভাগ তাকে জানিয়েছেন। সেখানে কে বা কাঁরা ছিলেন তা আইএসপিআর তথ্য বিবরণী মাধ্যমে জানাবে।
এদিকে, খবর পেয়ে মহেশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গেছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে মহেশখালীস্ত দমকল বাহিনী।
ঘটনাস্থল থেকে মহেশখালীর ইউএনও মো. আবুল কালাম মুঠোফোনে জানান, সন্ধ্যার পর পর আকাশে দুটি বিমানের সংঘর্ষে বিকট শব্দ শুনা যায়। এর অল্পক্ষণ পরই মহেশখালী পৌরসভার পুটিবিলা পালপাড়া এলাকায় একটি অংশ পড়ে দাউ দাউ আগুন জ্বলে। আর একটা অংশ পড়েছে উপজেলার নিকটবর্তী ছোট মহেশখালী এলাকায়। সেখানে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুনের তীব্রতায় কেউ কাছে যেতে পারেননি।
ইউএনও আরো জানান, সংঘর্ষে লিপ্ত হওয়া বিমানগুলো আসলে কিসের ছিল এ ব্যাপারে তারা কোন তথ্য পাননি। তবে চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি দেখার।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন প্রিন্স তার ফেসবুক ওয়ালে (সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে) লেখেন, মহেশখালীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত। আলহামদুলিল্লাহ্, চারজন পাইলট সুরক্ষিত আছেন।
কিভাবে নিশ্চিত হলেন?, জানতে চাইলে উত্তরে তিনি লিখেন-বিমান বাহিনী কক্সবাজার বেইজ ক্যাম্প’র দায়িত্বরত অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে স্থানীয় মাহবুব রোকন ও আবুল বশর পারভেজ জানান, সন্ধ্যার আকাশে দুটি বিমান উড়ার শব্দ শুনতে পায় ঘরমুখো মানুষ। হঠাৎ বিকট শব্দে আকাশে আগুন দেখে থমকে দাঁড়ান সভায়। মুহুর্তে বিমানের বিধ্বস্তাংশ মাটিতে পড়ে দাউ দাউ আগুন জ্বলতে থাকে। একটি অংশ পুটিবিলার পালপাড়া ও অপর অংশটি প্রায় দু’তিন কিলোমিটার দুরে ছোট মহেশখালীর মাইজপাড়া এলাকায় গিয়ে পড়ে। দুটি স্থানেই ভিড় জমায় স্থানীয় লোকজন। রাতের আধারে যে যার মতো আলো নিয়ে ঘটনাস্থলে যান।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে পুলিশের পৃথক ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করছে। খবর পেয়ে ঘটনাস্থলের পথে রয়েছে (রাত সোয়া ৮টা নাগাদ) কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুলসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ। রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সোয়া ৮টা) কোন মরদেহ উদ্ধার করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।