২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

মাঠে গড়ালো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল; প্রথম ম্যাচে কক্সবাজারের কাছে পেকুয়ার হার

বার্তা পরিবেশক :
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। সারাদেশে ক্রীড়ার ব্যাপক উন্নয়ন হচ্ছে। সকলে জানেন সর্বস্তরে মাদকে জর্জরিত। যুবসমাজকে মাদকমুক্ত করতে ক্রীড়া চর্চা দরকার। পাশাপাশি ছেলেমেয়েদের সাংস্কৃতিক চর্চায় জড়াতে হবে। তিনি ৮৮ সালের পর দীর্ঘ বিরতি দিয়ে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু করায় ধন্যবাদ জানান।
সোমবার ৩০ মে বিকেলে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন বিভাগীয় কমিশনার।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন পরবর্তী বেলুন এবং কবুতর উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
টুর্নামেন্টের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) মোঃ নাসিম আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা এমডি আবু হেনা, প্রেসক্লাব সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি আবছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল হক মার্শাল, আয়োজক কমিটির সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ একেএম রাশেদ হোসাইন নান্নু, বসুন্ধরা গ্রুপের কক্সবাজারস্থ মিডিয়া প্রতিনিধি এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট আয়ুবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ, প্রভাষক জসিম উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, এম.আর মাহবুব, পরেশ কান্তি দে, আমিনুল ইসলাম মুকুল, আলীরেজা তসলিম, আজমল হুদা, এম. জাহেদ উল্লাহ, ওমর ফারুক ফরহাদ, খালেদ আজম বিপ্লব, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিলকি প্রমুখ।
তাছাড়া উপজেলা নির্বাহী অফিসারগণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে কক্সবাজার সদর উপজেলা ১-০ গোলে পেকুয়া উপজেলা দলকে পরাজিত করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।