২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

মাতামুহুরী নদীতে বিষ দিয়ে মাছ নিধন

চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে মাছ শিকারীরা।

গত বৃহস্পতিবার রাতে মাতামুহুরী নদীর বান্দরবান উপজেলার লামা উপজেলার মিঝরিকুল এলাকায় মাছ শিকারীরা এ বিষ প্রয়োগ করে। শুক্রবার সকাল থেকে স্থানীয় লোকজন মরা মাছ ধরতে নদীর পাড়ে ভীড় করে।

স্থানীয় লোকজন বলেন, বিষ প্রয়োগের ফলে মিঝরিকুল এলাকা থেকে নদীর নিচের অংশ চকরিয়ার মানিকপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় মরা মাছ ভেসে উঠছে। মাছের মধ্যে চিংড়ি ও বাইলা মাছ অন্যতম। এসব মরা মাছ ধরতে শুক্রবার ভোর থেকে স্থানীয় লোকজন জাল নিয়ে নদীতে নেমে পড়ে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগের ঘটনাটি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘বিষ প্রয়োগের ঘটনাটি আমাদের এলাকায় নয়। তবে আমাদের এলাকায় যাতে কেউ এ রকম ঘটনা ঘটাতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সর্তক করা হয়েছে।’

চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হয়ে বিষপ্রয়োগকারী শনাক্ত করতে হবে। এরপর তাঁদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।