২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

চকরিয়ায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনে-হাজি ইলিয়াছ এমপি

মাতামুহুরী নদীতে ৫ কোটি টাকার আরসিসি ব্লকদ্বারা টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে

চকরিয়া লক্ষ্যারচর ইউনিয়নে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ৫ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করছেন হাজি ইলিয়াছ এমপি।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের অংশে মাতামুহুরী নদীর ভাঙ্গন ঠেকাতে ৫ কোটি টাকা ব্যায় সাপেক্ষে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে একটি টেকসই উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। গতকাল ২৯ জানুয়ারী সকালে প্রকল্প এলাকায় উপস্থিত থেকে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি হাজি মোহাম্মদ ইলিয়াছ। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া শাখা কর্মকর্তা মো.তারেকুল ইসলাম, চকরিয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, এমপির সহকারি মোহাম্মদ নাজিম উদ্দিন, জাপা নেতা বদিউল আলম। অনুষ্ঠানে লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, মাতামুহুরী নদীর অব্যাহত ভাঙ্গনে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এ অবস্থার কারনে শত শত বসতঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিপুল পরিমাণ স্থাপনা নদীর গর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে রয়েছে আবাদি জমি। ইতোমধ্যে কয়েকবছরের বন্যার তান্ডবে নদীর লক্ষ্যারচর ইউনিয়নের অংশে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্ডের সংযোগ লাইন নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, মাতামুহুরী নদীর ভাঙ্গনের বিষয়টি ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হয়। এরই প্রেক্ষিতে সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ কয়েকমাস আগে ঘটনাস্থল পরির্দশন করে এখানে একটি টেকসই প্রকল্প বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে পরিপত্র প্রেরণ করেন। এরই আলোকে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড লক্ষ্যারচর ইউনিয়নের ভাঙ্গন কবলিত অংশে প্রায় ৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

 

জানতে চাইলে চকরিয়া পেকুয়া আসনের সংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ বলেন, সরকারি সম্পদ ও জনগনের জানমালের নিরাপত্তা হুমকিতে থাকার কারনে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে লক্ষ্যারচর ইউনিয়নের অংশে মাতামুহুরী নদীতে ৫ কোটি টাকার বিপরীতে আরসিসি ব্লকদ্বারা একটি টেকসই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। আশাকরি প্রকল্পের কাজ সমাপ্ত হলে মাতামুহুরী নদীর ভাঙ্গন ও বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে লক্ষ্যারচর ইউনিয়নসহ আশপাশের বাসিন্দারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।