কক্সবাজারের মহেশখালী উপজেলার উপ-দ্বীপ মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্থানীয় প্রধান সড়কের পাশেই অবস্থিত তিন তলা বিশিষ্ঠ পরিত্যাক্ত টি এন্ড টি ভবন। সরজমিনে গিয়ে দেখা যায়, মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের পাশে টি এন্ড টি ভবনটি প্রায় (৮০) দশকের দিকে নির্মান করা হয়েছিল একমাত্র উপকূলীয় এলাকার সাথে দেশ বিদেশের যোগাযোগ করার জন্য।
মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাখান বলেন, ১৯৯৪ সাল পর্যন্ত ভবনটি চালু ছিল। এর পর থেকে ভবনটি ঝুকিপূর্ন হলেও অযতেœ অবহেলায় মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায় রং উঠে গিয়ে প্লাষ্টার উঠে গেছে। দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা এ ভবনটি ভাঙ্গার কোন উদ্যোগ নেয়নি সরকারী কর্তৃপক্ষ। তবে স্থানিয় মেম্বার জাহেদুল ইসলাম চৌধুরী জানান, গেল ইউপি নির্বাচনে মাতারবা[ড়ী থেকে নির্বাচিত চেয়ারম্যান মাস্টার মো: উল্লাহ পুলিশ মেচটি ভেঙ্গে আধুনিকায়ন করার জন্য উর্ধ্বতন কৃর্তপক্ষকের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা চালিয়ে সম্প্রতি উপজেলা আইনশৃংখলা সভায় ক্যাম্পটি ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য সাংসদ আশেক উল্লাহ রফিকসহ উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাই প্রাকৃতিক দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয় সচেতন মহল।
পুলিশ মেচটির পশ্চিম পাশের সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-মাদ্রাসা ছাত্র-ছাত্রীসহ যাতায়াত করে থাকে যে কোন মূহুর্তে ধসে পড়লে পথচারী লোকজনের প্রাণহানির আশংকা রয়েছেন বলে জানিয়েছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর সদস্য ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন ভূট্টু। সম্প্রতি মহেশখালীসহ বাংলাদেশের ভূখন্ড দিয়ে চলে গেছে বড় ধরনের মৃদু ভূমিকম্প, যা বাংলাদেশের মানুষের জন্য একটা প্রাকৃতিক দুর্যোগের সর্তক বাণী বলে মনে করেছেন দুর্যোগ বিষেশক্সগরা। এমতবস্থায় বর্তমানে উক্ত ঝুকিপূর্ন টি এন্ড টি ভবনের নিচ তলায় মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির রান্নাঘর (মেচ) হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবনটির ভিতরে গিয়ে দেখা যায় ছাদে বড় বড় ফাটল ধরেছে আর ভবনের অবস্থা এতই খারাপ যে, দেখলে মনে হবে একটা ভূতের রাজ্য। তার পরও কি ভাবে সরকারী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী হয়ে একটা অনিরাপধ ভবনে মেচ চালিয়ে যাচ্ছে, এমনটি জানালেন মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি। মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এস আই আইসি শাওন বলেন, জীবনের ঝুঁকির সত্বেও সরকারী দায়িত্ব পালন করতে পুলিশ মেচটি ব্যবহার করা হচ্ছে। যে কোন মুর্হুতে ধসে পড়ে সেমিপাকা ভবনে যে পুলিশ সদস্যরা থাকে তাদের প্রাণহানির আশংকা রয়েছে।
মাতারবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের মাস্টার মো: উল্লাহ সাথে এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের কক্সবাজারকে বলেন, আমি চেয়ারম্যান নির্র্বাচিত হয়ে এখন সবে মাত্র শপথ গ্রহণ করার পর থেকে মাতারবাড়ীর পুলিশ ফাঁড়ির এ মেচটি ভেঙ্গে পূর্ণ নিমার্ণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার অবহিত করেছি। এবং গেল উপজেলা আইনমশৃংখলা মিটিং পুলিশ মেচটির ব্যাপারে ব্যবস্থার নেওয়ার জন্য আহবান জানাই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।