২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

পেকুয়া উজানটিয়া আওয়ামীলীগের বর্ধিতসভায়-আলহাজ জাফর আলম

মানবকল্যানে শেখ হাসিনা আজ নির্যাতিত নিপীড়িত গণমানুষের আস্থার ঠিকানা

পেকুয়া উজানটিয়া আ’লীগের সভায় বক্তব্য দিচ্ছেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, শেখ হাসিনা আজ বিশ্বের নিপীড়িত নির্যাতিত গণমানুষের নেত্রী। মানবতার জন্য তার উদার রাষ্ট্র পরিচালনা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বিশ্ব নেতৃত্ব মনে করছেন শেখ হাসিনা উন্নয়নশীল দেশের নেত্রী নয়। তিনি বিশ্বের নেত্রী। বাংলাদেশ আজ অর্থনীতিতে সমৃদ্ধ দেশ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতা ছেঁেড় পালানোর সময় দেশকে তলাবিহীন একটি রাষ্ট্র হিসেবে রেখে যায়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসার পর বর্তমানে বাংলাদেশ বিশে^র মাঝে উদীয়মান দেশের মধ্যে ১১ তম স্থানে রয়েছে। বিশ্বের ধনী দেশ গুলোর মধ্যে ২৮ তম সমৃদ্ধ সম্পদশালী আমার বাংলাদেশ।

উপজেলা চেয়ারম্যান জাফর আলম আরো বলেন, বাংলাদেশকে আগামীতে আরো বড়পরিসরে নিয়ে যেতে হলে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। তাই দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের চলমান অগ্রযাত্রা সচল রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। চকরিয়া-পেকুয়া জনপদের সকলস্তরের নেতা-কর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্ততি নিতে হবে। ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করতে হবে। ওয়ার্ড ও আ’লীগকে তৃণমুল পর্যায়ে সু সংগঠিত করতে হবে। মনে রাখতে হবে আ’লীগ এ দেশের গণমানুষের অধিকার নিয়ে কাজ করে। কোন অপশক্তি দেশ পরিচালনায় অংশ নিতে পারে না। তারা জাতির জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। গতকাল ২৯ অক্টোবর বিকালে উজানটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় উপজেলা চেয়ারম্যান জাফর আলম এসব কথা বলেন।

পশ্চিম উজানটিয়া প্রিজম সাইক্লোন সেন্টার সংলগ্ন মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল করিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ জামাল এমইউপির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, সাধারন সম্পাদক আবুল কাসেম, চকরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, পেকুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ বারেক, সহ-সভাপতি জিয়াউল হক জিকু।
বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা আমিনুর রশিদ, রাশেদুল ইসলাম টিপু। উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ আহমদ, স্বে”ছাসেবকলীগ সভাপতি ওসমান গণি এমইউপি, আ’লীগ নেতা নুর মোহাম্মদ, জামাল মেম্বার, জিয়াউল হক, হাবিব, নাছির উদ্দিন, আবু তৈয়ব, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন, যুবলীগ নেতা তারেক, আবদুল করিম, হোসাইন মোহাম্মদ বাদশা, ছাত্রলীগ সভাপতি কফিল উদ্দিন বাহাদুর, সহসভাপতি জাকারিয়া, ছাত্রলীগ নেতা বিলাল, এইচ,এম শওকত, ইয়াসিন, রিয়াদ, আবদু রহমান জয়, সাইদুর রহমান প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।