কক্সবাজার সদরের ঝিলংজা এলাকা থেকে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মানবপাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মানবপাচারকারী শহরতলীর পূর্ব লারপাড়া এলাকার আলী মাঝির ছেলে আবদুর সত্তার আব্দু বলে জানাগেছে। জানাগেছে, আবদু একজন চিহ্নিত মানবপাচারকারীর সদস্য। তাকে ধরতে পুলিশ একাধিক অভিযান চালালেও পরবর্তীতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি (ডিবি) দেওয়ান আবুল হোসেন জানান, মানবপাচারকারী আব্দুর সত্তারকে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।