৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

মানবপাচার রোধে সোনাদিয়ায় কোস্টগার্ড : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 

মানবপাচার রোধে সোনাদিয়ায় কোস্টগার্ড : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বর্তমান সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা বিধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তা ছাড়া গভীর বঙ্গোপসাগরে মৎস্য আহরণরত মাঝি-মাল্লাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। মানবপাচার ও জলদস্যুতা প্রতিরোধে শিগগিরই সোনাদিয়ায় কোস্টগার্ড স্টেশন স্থাপন করা হবে।’

জেলার মহেশখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবন ও কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খবরের কাগজে পড়েছি আগুন লাগলে মহেশখালীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে সময়ের অবসান করে দিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন লাগলে আর দাঁড়িয়ে চেয়ে থাকতে হবে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পাশাপাশি যে কোনো দুর্যোগে উদ্ধার কাজ চালিয়ে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মানবপাচার রোধে দেশব্যাপী ব্যাপক অভিযান চলছে। মানবপাচারকারীরা মোটেও ছাড় পাবে না। এ অভিযান অব্যাহত থাকবে।’

এ ছাড়া বর্তমান সময়ের আলোচিত মানব ও ইয়াবা পাচার এবং জলদস্যুতা বন্ধে কোস্টগার্ডকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

মহেশখালীর পুটিবিলা এলাকায় এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনটি নির্মিত হয়। ভবনটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল নাসের।

স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কান্তিনাথ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি ও মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া সভায় বক্তব্য রাখেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।