দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সদর ইউনিয়নে মোস্তফা গ্র“প অব ইন্ডাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত লোহাগাড়া মোস্তফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয় ২০০৬সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ মান সম্মত ও মনোরম পরিবেশ হওয়ায় উপজেলা প্রশাসন এ বিদ্যালয়টি জেএসসি পরীক্ষা কেন্দ্র হিসাবে ২০১০সালে অনুমতি প্রদান করেন। তবে, বহুতল ভবন বিশিষ্ট বিদ্যালয়টি এখনো নন-এমপিও। প্রতি বছরের ন্যায় ২০১৬সালের জেএসসি পরীক্ষা এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যালয়ের পরীক্ষার্থীর সংখ্যা ১৩৭৬জন। ছাত্র ৫৬৯জন এবং ছাত্রী সংখ্যা ৭৭৭জন। ১৬ নভেম্বর সকাল পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন মোস্তফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব আবুল বশর, বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও বিজিসেনের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী হল সুপার ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহকারী সচিব ও গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজম খান, পর্যবেক্ষক ও সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোসেন প্রমুখ। মোস্তফা বেগম গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আলহাজ্ব আবুল বশর উক্ত প্রতিবেদককে বলেন, এ বিদ্যালয়টি এখনো নন-এমপিও। তবে, বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা কার্যকরী ভূমিকা রেখে যাচ্ছে। তাই বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে সব-সময় কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। পরীক্ষা কেন্দ্রের হল সুপার ও বিজি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোহাম্মদ নাজিম উদ্দিন উক্ত প্রতিবেদককে বলেন, স্বাচ্ছন্দ্যবোধ ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে সুন্দর এবং সুষ্ঠ ভাবে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।