১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মানসিক যন্ত্রণামুক্ত থাকতে যে দোয়া পড়বেন

মানসিক যন্ত্রণা এমন এক অশান্তি। যা মানুষের দুনিয়ার সুখ ও শান্তিকে বিনষ্ট করে দেয়। আর দুনিয়ার সুখ ও শান্তি বিনষ্ট হলে পরকালে প্রস্তুতি তথা আল্লাহর বিধি-বিধান যথাযথ পালন করাও কষ্টকর। তাই দুনিয়াতে মানসিক যন্ত্রণামুক্ত থাকতে হাদিসের আমল করা জরুরি।

মানসিক যন্ত্রণামুক্ত থাকতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের জন্য এ দোয়াটি তুলে ধরেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকাল ও সন্ধ্যায় নিয়মিত এ দোয়াটি পড়তেন। কখনো তা ছাড়তেন না। (আবু দাউদ, ইবনে মাজাহ)

Doa

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি।
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতি ফি দিনি ওয়া দুনিয়াই ওয়া আহলি ওয়া মালি।
আল্লাহুম্মাসতুর আওরাতি ওয়া আমিন রাওআতি।
আল্লাহুম্মাহ ফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খলফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি।
ওয়া আউজু বিআজামাতিকা মিন আন আগতালা মিন তাহতি।

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই এবং দুনিয়া ও আখেরাতে প্রশান্তি চাই।
হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমার দ্বীন, আমার দুনিয়া 
আমার পরিবার-পরিজন এবং আমার ধন-সম্পদের ব্যাপারে প্রশান্তি চাই।
হে আল্লাহ! আমার সব গোপন দোষগুলোকে তুমি ঢেকে রাখ
এবং আমার সব ভয়ের স্থানে তুমি আমাকে নিরাপত্তা দান কর।

হে আল্লাহ! তুমি আমাকে সামনে-পেছনে, ডানে-বামে ও উপরে সর্বদিক দিয়ে রক্ষা কর।
হে আল্লাহ! তোমার বড়ত্ব ও মহত্ত্বের ওসিলায় আমি তোমার কাছে আশ্রয় চাই
আমি যেন আমার নিচের দিক দিয়ে মাটিতে দেবে না যাই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের সব অশান্তি ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত থাকতে হাদিসে ঘোষিত প্রিয়নবির নিয়মতি আমল এ দোয়াটি পড়ার তাওফিক দান করুন। আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।