১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১ | ১১ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

মানুষের আস্থা প্রমাণ করে সংবাদপত্র ও সাংবাদিকের মান- দেশবিদেশের পূর্তি উৎসবে মঞ্জুরুল আহ্সান বুলবুল

dsc_0057
১৮ বছরের যৌবন পেরিয়ে উনিশ বছরে ১৯ বছর পা রাখা কক্সবাজারের পাঠক নন্দিত পত্রিকা ‘দৈনিক আজকের দেশবিদেশ’ জন্মদিনে সিক্ত হলো ফুলেল শুভেচ্ছায়। প্রেসক্লাব থেকে আজকের দেশবিদেশ অফিস সব স্থান ফুলে ফুলে শোভিত হলো। দেশ বরেণ্য সাংবাদিকদের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, পরিবেশবাদী ও পেশাজীবী সংগঠনসহ জেলার বিভিন্ন সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হলো শুভেচ্ছা ও অভিনন্দন। সবার কণ্ঠেই ধ্বনিত হলো আজকের দেশবিদেশের জয়গান। কামনা করা হলো এই কক্সবাজারের পাঠকপ্রিয় দৈনিকের দীর্ঘায়ু।

দৈনিক আজকের দেশবিদেশ’র দেড় যুগ পূর্তি উপলক্ষে গতকাল রবিবার কক্সবাজার প্রেসক্লাবও সেজেছিল বর্ণাঢ্য সাজে। বিকেলের মেঘ কেটে গিয়ে সন্ধ্যার আগমন ঘটতে না ঘটতেই কক্সবাজার প্রেসক্লাব মুখরিত হতে থাকে সুধী জনের পদভারে। উৎফুল্লচিত্তে সবাই এসেছিলেন শুভেচ্ছা জানাতে। বাইরে তখন গুড়িগুড়ি বৃষ্টি। রিমঝিম বৃষ্টির ধারা কখনো কখনো শব্দ বাড়িয়ে চলছিল। সবাই উন্মুখ হয়ে বসেছিলেন পূর্তি উৎসব উদ্যাপনে।
অনুষ্ঠানে আগত অতিথিরা এক বাক্যে বললেন, দৈনিক আজকের দেশ বিদেশ দল নিরপেক্ষ সংবাদপত্র হিসেবে অর্জন করেছে কক্সবাজারের মানুষের আস্থা। ইতিবাচক সংবাদকে প্রাধান্য দিয়ে অবদান রাখছে সমাজের কল্যাণ কামনায়। বাদশা মিয়া চৌধুরীদের মতো রাজনীতিবিদদের অবহেলার চিত্র তুলে ধরে দেখিয়ে দিচ্ছে রাজনীতির পতনের দৃশ্য। সংবাদপত্রের শহর কক্সবাজারে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার কারণেই এটি সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত রেখেই আজকের দেশবিদেশকে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে।

গৌরবের দেড় যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশ বরেণ্য সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহ্সান বুলবুল বললেন, “ভালো সাংবাদিককে মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন। মানুষ যে পত্রিকার উপর আস্থা রাখেন সেটিই ভালো পত্রিকা। একটি আঞ্চলিক পত্রিকার বৈশিষ্ট্য হলো স্থানীয় সংবাদ তুলে ধরা। স্থানীয় সংবাদকে গুরুত্ব দেয়ার যে নীতি আজকের দেশবিদেশ অনুসরণ করছে সেটিকে আদর্শ নীতি বলা চলে। তবে, স্থানীয় মানুষ সেই সংবাদের উপর কতোটা আস্থা রাখতে পারেন তার উপরই নির্ভর করে পত্রিকার মান। এ কারণেই সংবাদপত্র এবং সাংবাদিক উভয়কে ভালো হতে হবে।”
কক্সবাজারকে পর্যটন রাজধানী করার যে দাবি জেলাবাসীর পক্ষ থেকে করা হচ্ছে তার সাথে সংহতি প্রকাশ করে তিনি আরো বলেন, “আমরা অবাক হয়ে যাই। যখন দেখি জাতীয় সংসদের পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায় কমিটিতে কক্সবাজারের কোন জনপ্রতিনিধি নেই। যাঁরা এ দাবির পক্ষে জোরালো সমর্থন জানাবেন। অন্য স্থানের মন্ত্রী এবং সংসদ-সদস্যরা তো কক্সবাজারের জনপ্রতিনিধিদের মতো এ বিষয়ে সোচ্চার হবেন না। এ জন্য অবশ্যই সংসদীয় স্থায়ী কমিটিতে কক্সবাজারের সংসদ-সদস্যদের অন্তভূক্ত করতে হবে।”

সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব চত্বরে পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ‘আজকের দেশবিদেশ’র দেড় যুগ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ-সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। দৈনিক আজকের দেশ বিদেশ সম্পাদক এ্যাডভোকেট আয়ুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজকের দেশবিদেশের বার্তা প্রধান, বিশিষ্ট সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ, শিক্ষাবিদ রাজ বিহারী চৌধুরী, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। সভা সঞ্চালনা করেন, আজকের দেশবিদেশ’র মফস্বল বার্তা সম্পাদক দীপক শর্মা দীপু।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, “আমি প্রতিদিন ঘুম থেকে উঠে যে কয়টি পত্রিকার উপর প্রথম চোখ দেই আজকের দেশবিদেশ তার অন্যতম। প্রায় ৩০টি পত্রিকার শহরে এই পত্রিকা পরিবর্তনের পথে চলা সংবাদ প্রকাশকে উৎসাহিত করে।” গণমাধ্যমকে আতঙ্ক না ছড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, নীরিক্ষাধর্মী সংবাদ প্রকাশ থেকে গণমাধ্যম সরে এলেই সমাজ ও রাষ্ট্রের ক্ষতি হবে। এ কারণে এ পথ থেকেও সরে আসা যাবেনা।

অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, “ জন্মলগ্ন থেকে আজকের দেশবিদেশ ইতিবাচক সংবাদ পরিবেশন করে আসছে। অতিরঞ্জিত এবং মানহানিকর সংবাদ প্রকাশ করেনি। সৎ সাংবাদিকতা চর্চা করে আসছে। এলাকার ভবিষ্যত বাধাগ্রস্থ হয় এমন নেতিবাচক সংবাদ আমাদের পরিহার করতে হবে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।