একসেট “মারনকিলা” দেখানতো। এ কথা শুনে অবাক চোখে তাকায় দোকানের সেলসম্যান। ক্রেতাকে প্রশ্ন করে, মারনকিলা? এটা আবার কি জিনিস? আরে ভাই মারনকিলা, মারনকিলা। সবাই নাকি কিনছে, তাই আমার মেয়েও বলেছে তার জন্য এক সেট নিয়ে যেতে। গ্রাম থেকে আগত শহর সরল ক্রেতার উত্তর। এতক্ষনে পরিস্কার হল ব্যাপারটা। এই মারনকিলা আসলে কিরন মালা, হাল আমলের ঈদ জামা। ভারতীয় চ্যানেলের কল্যাণে এ কিরন মালা এখন ঢুকে গেছে শহর-গ্রামের মেয়েদের মগজে। উপরোক্ত ব্যক্তি মেয়ের জন্য কিরন মালা কিনতে এসে ভুলবশত মারনকিলা বলেছিলেন। ততক্ষনে দোকান জুড়ে হাসির রোল। ঈদ কেনা কাটার সময় শুক্রবার সন্ধ্যার পরে কক্সবাজার বড় বাজার সড়কের একটি মার্কেটের বস্ত্র বিপনীতে উপরোক্ত মারনকিলার মারাত্বক ব্যাপারটি ঘটে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।