মালয়েশিয়ায় অবৈধ হয়ে পড়া ২ লাখ বাংলাদেশী শ্রমিককে পুনরায় ভিসা দেবে মালয়েশিয়া সরকার।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় এসব শ্রমিক অবৈধ হয়ে সেদেশে মানবেতর জীবনযাপন করছিল। এ বিষয়ে বাংলাদেশের অনুরোধে সেদেশের উপপ্রধানমন্ত্রী আহমাদ জহির হামিদি আশ্বস্ত করেছেন, সব অবৈধ বাংলাদেশীকে রিহায়ারিং প্রোগ্রামের আওতায় বৈধ করে নেয়া হবে।
এর আগে কুয়লালামপুরে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করেন তোফায়েল আহমেদ।
বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।