২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মালয়েশিয়ায় বৈধতা পাবেন ২ লাখের বেশি বাংলাদেশি

মালয়েশিয়ায় চলমান ‘রি-হায়ারিং’ কর্মসূচির আওতায় দুই লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি কর্মী বৈধতা পেতে পারেন। বৈধতা পেতে আগামী ৩০ জুনের মধ্যে অস্থায়ী পাস (ই-কার্ড) গ্রহণ করতে হবে। গত বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন সকল বিদেশি শ্রমিকদের বৈধতার আওতায় আনতে এ কর্মসূচি নিয়েছে দেশটি।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ সমকালকে জানান, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার বাংলাদেশি কর্মী ই-কার্ডের জন্য আবেদন করেছেন। ই-কার্ড পেলে তারা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আশা করছে, দুই লাখেরও বেশি বাংলাদেশি কর্মী ই-কার্ড গ্রহণ করে বৈধতা পাবেন।

জাবেদ আহমেদ বলেন, বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী নানা কারণে অবৈধ হয়ে গেছেন, লুকিয়ে কম বেতনে কাজ করছেন, যাদের কোনো প্রকাশ কাগজপত্র নেই, তারাও এই সুবিধা নিতে পারেন। ই-কার্ড পেলে পুলিশের ধরপাকড়ে পড়তে হবে না। লুকিয়ে কম বেতনে কাজ করতে হবে না। ভবিষ্যতে ভিসার মেয়াদও বাড়ানোর সুযোগ থাকবে।

অবৈধ বাংলাদেশি কর্মীদের ‘রি-হায়ারিং’ কর্মসূচির অধীনে বৈধতার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলাম জানান, বাংলাদেশি কাগজপত্রহীন শ্রমিকদের বৈধতা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাজিব তুন রাজ্জাককে অনুরোধ করেন। এ অনুরোধে সাড়া দিয়ে মালয়েশিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে ই-কার্ড কার্যক্রম শুরু করে।

শ্রম কাউন্সিলর জানান, অবৈধ কর্মীদের বৈধতা দিতে দুই ধরনের পাস দেওয়া হবে। প্রথমত যাদের কোনো ধরনের কাগজপত্র নেই, তারা নিয়োগকারীর মাধ্যমে আবেদন করলে একটি লাল ই-কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে নিয়ে বাংলাদেশ হাইকমিশনে এসে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট নেওয়ার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে নীল ই-কার্ড দেওয়া হবে। এই কার্ডের মেয়াদ হবে এক বছর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।