২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মাশরাফির হাতে চিড় ধরা পড়েছে

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এর সঙ্গে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। সীমিত ওভারে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে।

ঘটনা ইনিংসের ১৮ তম ওভারের। রোববার ওভাল বে মাঠে নিজের বলে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মাশরাফি। সঙ্গে সঙ্গেই দলের ফিজিও মাঠে ঢোকেন। এরপর তার সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। এ সময় তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরপর ড্রেসিংরুমে বরফ লাগিয়ে প্রাথমিক চিকিৎসা নেন মাশরাফি। পরবর্তীতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন তিনি। সেখানে তার হাতের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আগে স্ক্যান করতে হবে। তারপর বোঝা যাবে আসলে কী অবস্থা।’

ম্যাচ শেষ হতেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করার পর প্লাস্টার করে রাখা হয়েছে মাশরাফির হাত। পরবর্তীতে রিপোর্ট পাওয়া গেলে জানা যায়, চিড় ধরা পড়েছে তার হাতে।

এদিকে রঙিন পোশাকে এটাই ছিলো সফরের শেষ ম্যাচ। আগামী মার্চ মাসের আগে বাংলাদেশের সীমিত ওভারের আর কোনো খেলা নেই। ফলে নিজেকে ফিট করে তোলার জন্য লম্বা সময়ই পাচ্ছেন অধিনায়ক মাশরাফি।

এই ম্যাচে আঘাত পেয়েছেন ইমরুল কায়েসও। ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন কায়েস। সেই বোর্ডের উপর থাকা চোখা মোটা স্ক্রুতে পিঠে ব্যাথা পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তখনই মাঠ ছাড়েন কায়েস। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, গুরুতর নয় কায়েসের চোট।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।