২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন।

পাসপোর্ট জমা রাখার শর্তে মাহমুদুর রহমানকে জামিন দেয় আদালত। সে নির্দেশনার বিষয়ে পাসপোর্ট ফেরত পেতে তার পক্ষে আইনজীবীরা পুনর্বিবেচনার একটি আবেদন করেন। সেই আবেদনের নিষ্পত্তি শেষে আজ আপিল বিভাগ মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার আদেশ দেন।

মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেন।

এরপর আপিল বিভাগের নির্দেশে গঠিত ঢাকা মেডিকেল কলেজ বোর্ড মাহমুদুর রহমানের স্বাস্থ্যগত বিষয় পরীক্ষা করে তার নিউরো সার্জারির প্রয়োজন কিনা তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে প্রতিবেদন দেয়।

সেই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত পাসপোপর্ট ফেরত দেয়ার আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারবেন।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন মাহমুদুর রহমান। এরপর তার বিরুদ্ধে প্রায় ৬ ডজন মামলা হয়। গত বছরের ৭ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।