প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখি কাঠ বোঝাই ট্রাক (চট্টমেট্টো ট ১১-০৯৬৫) রাস্তা পারাপারের সময় ছুরুত আলমকে চাপা দেয়। এতে মাথায় গুরুত্বর জখম হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। স্থানীয় সমাজসেবক চাইল্যাতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, দূর্ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় তুলাতলী হাইওয়ে পুলিশ কক্সবাজার সদরের লিংক রোডস্থ তল্লাশী ফাঁড়িতে ঘাতক গাড়ি সহ চালককে আটক করে।
রামু থানার ওসি (তদন্ত) মো. কায় কিসলু ট্রাক চাপায় ছুরুত আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।