নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি রশিদ উল্লাহ’র বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁতীলীগ রামু উপজেলা শাখার সভাপতি নুরুল আলম জিকু,সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। বিবৃতিদাতারা বলেন, একটি মহল তাঁতীলীগ নেতা রশিদ উল্লাহ’র চরিত্র হরণ করা জন্য একজন খারাপ নারীকে ব্যবহার করে মিথ্যা সাজানো মামলা দায়ের করেছে। আমরা উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা দায়েরকৃত মামলাটি সঠিক ভাবে তদন্ত করার জন্য রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তেক্ষপ কামনা করেন নেতৃবৃন্দরা।
প্রসঙ্গত: রাশেদা বেগম নামের এক নারী গত ১৯ এপ্রিলের ঘটনা দেখিয়ে রামু থানায় একটি সাজানো মামলা দায়ের করেন। ওই মামলায় দক্ষিণ মিঠাছড়ি সমিতি পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রশিদ উল্লাহকে আসামী করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।