মিয়ানমার থেকে এদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের শুমারি কার্যক্রম আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হচ্ছে।
আগামী ১০ মার্চ পর্যন্ত টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু ও চকরিয়াসহ ৫টি উপজেলায় এ শুমারি কার্যক্রম চলবে।
উখিয়া উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজারের সম্ভাব্য রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া, টেকনাফ, রামু, কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নতুন করে আসা রোহিঙ্গাদের ছবিসহ তথ্য সংগ্রহ করার জন্য এ পাঁচটি উপজেলায় ৪শ জন গণনাকারী ও ৪শ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। একজন গণনাকারী ও একজন সুপারভাইজারের সমন্বয়ে গঠিত শুমারি করবে। এজন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাগজপত্র সরবরাহ দেয়া হয়েছে।
কুতুপালং রোহিঙ্গা বস্তি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ছিদ্দিক জানান, তার বস্তিতে প্রায় ৬০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।