২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ | ২৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

মিয়ানমারের আরও দু’ নারী এইচআইভি পজিটিভ শনাক্ত

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে অবস্থান করা মিয়ানমানের আরো দু’নারীর এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই দুই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি হওয়া ওই দুই নারী মিয়ানমারের মংডু অঞ্চলের বাসিন্দা।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন, এইচআইভি পজিটিভ মিয়ানমারের দু’ নারীকে রবিবার সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। কুতুপালং ক্যাম্পে অবস্থিত মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে এইচআইভি শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের এখানে পাঠানো হয়েছে।

এইডস আক্রান্ত দুই নারীকে হাসপাতালের মেডিসিন বিভাগে (১৬ নম্বর ওয়ার্ড) চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসে এইডস আক্রান্ত মিয়ানমারে নাগরিক আরও এক নারীকে রোহিঙ্গা ক্যাম্প এলাকার একটি হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতাল থেকে এনজিও সংস্থা ‘আশার আলো সোসাইটি’ তাদের তত্ত্বাবধানে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিছবাহ আহমেদ জানান, খবরটি পেয়েছি। তবে এসব বিষয়গুলো একটি নির্দিষ্ট এনজিও দেখভালের দায়িত্ব পালন করে। তাই একারণে সম্পূর্ণ বিষয়টা আমাদের নখদর্পণে থাকে না।

উল্লেখ্য, ১৯৭৮, ১৯৯০ সালের ধারাবাহিকতায় ২০১২ সালে নিজ দেশে আক্রমণের শিকারের কথা বলে বাংলাদেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। কিন্তু চলতি বছরের ২৫ আগস্ট হতে চলমান সময় পর্যন্ত যা ঢুকেছে তা অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। এবারে আবাল-বৃদ্ধ-বণিতার আগমন যেমন বেশি হয়েছে তেমনি নানা রোগে আক্রান্ত নারী-পুরুষ ও শিশুর অবস্থানও আশংকাজনক হারে বেড়েছে। যার প্রমান এ পর্যন্ত ৪ জন এইচআইভি সনাক্ত নারী-পুরুষ পাওয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।