‘‘সর্বজীবের প্রতি অপরিসীম মৈত্রী ও কল্যাণই বুদ্ধের মূল মর্মবাণী। বৌদ্ধ প্রধান দেশ হিসেবে মিয়ানমার রোহিঙ্গাদের উপর যে বর্বরতা চালাচ্ছে তা বিশ্ব বৌদ্ধদের জন্য কলংকজনক। তাই আমরা বৌদ্ধ ধর্ম্বাবলম্বী হিসেবে অত্যন্ত লজ্জিত। আমরা চাই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধ করে তাদেরকে নাগরিক অধিকার দিক্’’।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে রামু কেন্দ্রীয় সীমা বিহারে মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশে জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির নেতারা এ কথা বলেন।
সমসাময়িক পরিস্থিতি ও ভবিষ্যৎ ভাবনায় সুধিসমাজের সঙ্গে জাতীয় বৌদ্ধ সমন্বয় কমিটির মতবিনিময় সভায় বক্তারা বলেন, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সম্প্রীতি যাতে নষ্ট না হয়; এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা তৎপর রয়েছেন।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত উপ-সংঘরাজ সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি অবসরপ্রাপ্ত জিআইডি পিআর বড়–য়া, জাতীয় বৌদ্ধ সমন্বয় পরিষদের সমন্বয়ক ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ডাঃ অসিম রঞ্জন বড়–য়া, সাধারণ সম্পাদক অশোক বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক স্বপন বড়–য়া চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সহ সভাপতি অবসরপ্রাপ্ত কর্ণেল সুমন বড়–য়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দয়াল বড়–য়া, ট্রাস্টি বাসন্তিকা বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি প্রমথ বড়–য়া, বুদ্ধিষ্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুপন বড়–য়া, ওয়ার্ল্ড বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক সুভাশিষ চাকমা, বাংলাদেশ ওমেন ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপিকা তৃপ্তি রাণী বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের চেয়ারম্যান রুপায়ন বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ভাইস চেয়ারম্যান রনজিত বড়–য়া, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়’র সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাছরাঙা টিভির কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়–য়া, নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়–য়া, আমাদের রামুর সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু, মুক্তিযোদ্ধা রমেশ বড়–য়া, মাস্টার কিশোর বড়–য়া, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়–য়া, রামু বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল বড়–য়া, রিস্সো কোসেই কাই রামু ব্রাঞ্চের পরিচালক বিপক বড়–য়া বিটু, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়া।
সভায় রোহিঙ্গা নির্যাতন বন্ধে ও বাংলাদেশে শান্তি-সম্প্রীতি রক্ষায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার জন্য জাতীয় কমিটির কাছে দাবী জানিয়েছেন রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সহ সভাপতি রাজেন্দ্র বড়–য়া।
এর আগে বৌদ্ধ জাতীয় সমন্বয় কমিটির নেতারা রামু সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হোসেন এনডিসি পিএইচডি, মেজর জেনারেল আতাউল হাসান, কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কাজী মো. আব্দুর রহমান, কক্সবাজার পুলিশ সুপার শ্যামল কুমার নাথের পৃথক পৃথক মতবিনময় সভায় মিলিত হন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।