২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মিয়ানমার থেকে উদ্ধার চুয়াডাঙ্গার ৪ জনকে পরিবারে হস্তান্তর

chuadanga1434076614
 মায়ানমার থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশির মধ্যে চুয়াডাঙ্গার চারজনকে পৃথক পৃথকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের মৃত আব্দুর রব ফারাজীর ছেলে শফিকুল ইসলাম (১৭), উজলপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মোফাজ্জেল হোসেন (৪৫), আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ছন্নত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও জহুরনগর গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে শিমুল (৩৮)।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড কো-অর্ডিনেটর সেলিম আহম্মেদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চারজনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শফিকুলকে (১৭) চুয়াডাঙ্গা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কো-অর্ডিনেটর ফজলুর রহমানের কাছে হস্তান্তর করা হয় এবং বাকি তিনজন প্রাপ্তবয়স্ক হওয়ায় মোফাজ্জেল হোসেন, আরিফুল ইসলাম ও শিমুলকে কক্সবাজার থেকেই তাদের বাড়ি পোঁছানোর খরচ দিয়ে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কক্সবাজারের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা জানান।

 

বৃহস্পতিবার রাতেই চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ভাই সাইফুল  ইসলামের কাছে শফিকুল ইসলামকে হস্তান্তর করা হয়। সাইফুল তার ভাই শফিকুলকে ফিরে পাওয়ায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ও এর সাথে যারা সার্বিক দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।