২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

মুক্তিপন দিয়ে বাবা -মা’র বুকে ফিরলো শিশু মিশু

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার ৬ বছরের শিশু অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। ৪ দিন পর অপহরণকারীকে ১ লক্ষ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে শিশু এমদাদুল হক মিশুকে ফিরে পায় পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের এনামুল হকের ছেলে এমদাদুল হক মিশু। গত ০১ ফেব্র“য়ারী সকাল ৮ টার দিকে পাগলির বিল শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার নুরানী ছাত্র এমদাদুল হক মিশুকে একদল দুর্বত্ত অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজ নিয়ে না পেলে উখিয়া থানায় ও র‌্যাব-৭ এর নিকট অবহিত করেন। দীর্ঘ ৪ দিন পরে রবিবার সকাল ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ির সদর ষ্টেশনে অপহৃত শিশু এমদাদুল হক মিশুকে ফেরৎ দেন অপহরণকারীরা। অপহৃত শিশুর পিতা এনামুল হক বলেন, তার ছেলেকে জীবিত ফেরৎ পাওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ডাটা বেইজ তৈরি করে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। তার বাড়িতে থাকা রোহিঙ্গা যুবক ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। রবিবার সকালে মুক্তিপণের টাকা দিয়ে ছেলেকে ফিরে পায়। মাতা শারমিন আক্তার বলেন, রোহিঙ্গাদের কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। আজ আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। কাল আপনার ছেলে নিয়ে যাবেনা সেটার গ্যারান্টি কি?

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।