বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত আ.লীগ নেতা নুরুল আলম চেয়ারম্যান স্বরণে গত ২৭ মার্চ বিকালে স্থানীয় ছিকলঘাট স্টেশনে বিশাল নাগরিক শোকসভা অনুষ্টিত হয়েছে। নাগরিক শোক সভা উদযাপন কমিটির আহবায়ক কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও জেলা আওয়ামীলীগের বন এবং পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদের সভাপতিত্বে নাগরিক শোক সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন। প্রধান অলোচক ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
মরহুমের ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেটের তত্তাবধানে অনুষ্টিত শোকসভায় আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, মাতামুহুরী অঞ্চলের জেলা পরিষদের সদস্য মো.আবু তৈয়ব, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, মোক্তার আহমদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা সরওয়ার আলম, জামাল উদ্দিন জয়নাল, এডভোকেট লুৎফুল কবির, শ্রমিকনেতা ফজলুল করিম সাঈদী, সাবেক ছাত্রনেতা এমআর চৌধুরী, আবু মুছা, সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার, আওয়ামীলীগ নেতা ডাক্তার মীর আহমদ হেলালী, মুজিবুর রহমান লিটন, সেলিম উল্লাহ বাহাদুর, সাহাব উদ্দিন, জাফর আলম সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, ফিরোজ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠু ও আজহার উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আবছার সওদাগর, আওয়ামীলীগ নেতা সোহরাব হোসেন নান্নু মেম্বার, আবুল কালাম মেম্বার, রশিদ আহমদ মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ মিয়া, মুবিনুল হক মুবিন, জাফর আলম, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, সৌরভ, যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবাইদুল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, কৃষকলীগ নেতা সাহাব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম, ইরফান, মামুন, তাতীঁলীগ নেতা শাহ আলম, জাকারিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আসাদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক মেম্বার এনামুল হক, লক্ষ্যারচর যুবলীগ নেতা আলমগীর, কামরুল, বাদশা, জাফর, শুক্কুর ও সাইফুল প্রমুখ। শোকসভায় বক্তারা মরহুম নুরুল আলম চেয়ারম্যানের স্মৃতি চারণ করে তার কর্মময় ও রাজনৈতিক জীবন আর্দশ নিয়ে আলোকপাত করেন। সভায় ছিকলঘাট থেকে জিদ্দাবাজার পর্যন্ত সড়কটি মুক্তিযোদ্ধা নুরুল আলম চেয়ারম্যানের নামে নামকরণ এবং জিদ্দাবাজারের পশ্চিম প্রান্তে তাঁর নামে একটি তোরণ নির্মাণের দাবি জানান বক্তারা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।