ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ তার সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মুত্যু পরোয়ানা সিলেট কারাগারে এসে পৌঁছেছে।
বিচারিক আদালত সিলেট হওয়ায় দণ্ডপ্রাপ্ত তিন আসামির মুত্যু পরোয়ানা বিকালে সিলেট এসে পৌছায়।
এর আগে সকালে রিভিউ খারিজের কপি সিলেট এসে পৌঁছায়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগির আলী রিভিউ খারিজ হওয়ার কপি রিপনকে পড়ে শোনান এবং তার মৃত্যু পরোয়ানা রেখে বাকি দু’জনের কপি কাসিমপুর কারাগারে পাঠিয়ে দেন।
বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মো. সগির আলী জানান, রিপনকে রিভিউর কপি পড়ে শোনানো হয়েছে। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি না এখনো সিদ্ধান্ত নেননি। আগামী এক সপ্তাহের মধ্যে তার আইনজীবী ও পরিবারের সঙ্গে আলাপ করে প্রাণ ভিক্ষার সিদ্ধান্ত নেবেন বলে তাকে জানিয়েছেন।
তিনি জানান, আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চেয়েছেন দেলোয়ার হোসেন রিপন। বৃহস্পতিবার তার পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
বিস্তারিত আসছ…….
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।