৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

মৃত্যুসংবাদ শুনলে ফেসবুকে কী প্রতিক্রিয়া দেখাবেন?

বন্ধু বা সহকর্মী কারও প্রিয়জন হারানোর খবর শুনলে বা আপনার কাছের কারও মৃত্যুসংবাদ শুনলে তাৎক্ষণিকভাবে কী করবেন বুঝে উঠতে পারেন না। কেউ সমবেদনা জানাতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেন, যা হিতে বিপরীত হয়। বিশেষ করে ফেসবুকে কারও মৃত্যুসংবাদ শুনলে কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে।

দ্রুত কোনো সমবেদনা লিখবেন না
মৃত্যুসংবাদ শোনামাত্রই তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা সমবেদনা জানাবেন না। যাকে লিখছেন, তিনি কোন পরিস্থিতে আছেন, তা তো আপনার জানা নেই। শুধু তা-ই নয়, এমনও হতে পারে, আপনার কাছ থেকেই প্রথম শুনছেন খবরটা। শোক সামলানোর জন্য কিছুটা সময় দিয়ে এরপর সমবেদনা জানানো উচিত।

পরিবার থেকেই আগে জানানো
অনেক সময় কোনো শোক সংবাদ জানামাত্রই তা জানিয়ে দেওয়া কাজের কথা নয়। প্রথমে দেখবেন পরিবারের কেউ জানাল কি না। তারপর সেই খবর শেয়ার করতে পারেন। সেখানে সমবেদনা জানাতে পারেন।

অতিরিক্ত আবেগ না দেখানো
হয়তো যে মানুষটি মারা গেছেন, আপনি তার খুব কাছের। কিন্তু তাঁকে নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ পায়, কখনো এমন কথা লিখবেন না। হয়তো অযথা বিতর্ক তৈরি হতে পারে। যে আপনার কাছের, সে কাছেই থাকুক।

গোপন তথ্য না জানানো
যে ব্যক্তি মারা গেছেন, তাঁর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো ছিল। আপনি তাঁর কত কাছের, সেটা প্রমাণ করার জন্য ইনবক্সে আপনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা ঠিক নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।