১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার মূল হাতিয়ারঃ শিল্পপতি শাহাব উদ্দিন চৌ:

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি, লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক ও তরুণ শিল্পপতি মো: শাহাব উদ্দিন চৌধুরী বলেছেন, সুশিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার্থীরা আগামীতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠণে অবদান রাখবে। মেধা বিকাশের উন্নত সিঁড়ি হলো কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার মূল হাতিয়ার। লোহাগাড়া উপজেলার ফোর ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী দুপুর ১টায় মজিদার পাড়া বেয়াশা পুকুরের পার্শ্বের মাঠ প্রাঙ্গণে বণার্ঢ্য কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন। সংগঠনের উপদেষ্ঠা ও লোহাগাড়া সমিতি চট্টগ্রামের প্রবাসী কল্যাণ সম্পাদক সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি ও বীর কণ্ঠের সম্পাদক সাংবাদিক কাইছার হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মো: মোবারক আলী। সংগঠনের সদস্য মো: মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সদর ইউপি মেম্বার মো: আশরফ আলী, যুবনেতা ও মানব প্রেমী মো: খাজত আলম, সাংবাদিক মো: রায়হান সিকদার, তরুণ সংগঠক মো: শাহাদৎ হোসেন সাজ্জাদ, যুবনেতা মো: কামাল উদ্দিন, মো: হেলাল উদ্দিন, মো: শাহাব উদ্দিন ও মো: নাজিম উদ্দিন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে উপস্থিত সকল অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।