১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি;

কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১ বছর থেকে ১০ বছরের নানা ধরণের ৩৬ জন প্রতিবন্ধীদের মাঝে ওই উপকরণ দেওয়া হয়। এরমধ্যে ছিলে বিএফও, সিপি চেয়ার, বিকেএফও, ওয়াকার, হ্যান্ড স্পিলিন্ট, এএফও, বিএসএমও। এইসব ডিভাইস তৈরীতে কারিগরি সহযোগিতা প্রদান করে এসএআরপিভি, কক্সবাজার।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাকেন্দ্র, এসএআরপিভি কার্যালয়ে ওই সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় তিনি-এই কার্যক্রমকে স্বাগত জানান। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বুঝা নই। সঠিক সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদের রূপান্তরিত হবে। তিনি প্রতিবন্ধীদের জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

এসএআরপিভি’ আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপক ইউনুস হোছেন মন্টু। কক্সবাজার প্রতিবন্ধী ব্যক্তিদের শুভেচ্ছা দূত নাজমা আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চকরিয়ার ইনচার্জ সাকিব হাসান, ফিজিও থেরাপিষ্ট রেজাউল করিমসহ অন্যান্যরা।
এর আগে মেয়র প্রতিবন্ধী সেন্টার পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।