৭ মে, ২০২৫ | ২৪ বৈশাখ, ১৪৩২ | ৮ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

মেরিন ড্রাইভে এক্সিডেন্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে চান্দের গাড়ি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোটেল অর্কিড ব্লুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাজি হাবিবুল্লাহ (৬৫)। তিনি ইনানী বটতলী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে। গুরুতর আহতরা হলেন- নিহতের আপন ভাই আমান উল্লাহ (৫০) ও একই এলাকার আবু তাহের (৪০) ও আনসার উল্লাহ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা ও নিহত স্বজনেরা জানান, শুক্রবার সন্ধ্যায় তারা কক্সবাজার থেকে সিএনজি অটোরিকসায় করে বাসায় ফিরছিলেন। এসময় মেরিন ড্রাইভ সড়কের হোটেল অর্কিড ব্লু এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটো রিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন চাদের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিএনজিতে থাকা যাত্রীরা।

এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইনানী উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি পুলিশ আটক করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।