১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

‘যারা দেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল তারাই এখন অবাক’


এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করেছিল তারাই এখন দেশের উন্নয়ন দেখে অবাক হচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। তিনি বলেন, দেশ এখন শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে অনেক দূর এগিয়ে গেছে। আটত্রিশ বছরে অতীতের বিভিন্ন সরকারের সময়ে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে মাত্র চারহাজার মেগাওয়াট, আট বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় দেশে বিদ্যুতের উৎপাদন হয়েছে ১২ হাজার মেগাওয়াট।
মঙ্গলবার বিকেলে বৃটেন প্রবাসী হবিগঞ্জ জেলাবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মো. আবু জাহির বলেন, দেশে আর বিদ্যুতের সমস্যা থাকবে না। সরকার মহেশখালীতে আরো একটি কয়লা বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে এখান থেকে পাওয়া যাবে আরো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। সরকার স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছে, স্কুল এবং কলেজ পর্য্যায় উপবৃত্তি চালু করা হয়েছে। সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চালু করা হয়েছে ক্লিনিক।
তিনি তার নিজ এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, হবিগঞ্জ এখন আর পিছিয়ে নেই। এই সরকারে সময় হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজকে বিশ্ববিদ্যায়লয়ে উন্নীত করা হয়েছে কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে, এটি হবে একটি পূর্ণাঙ্গ বিশ্বদিব্যালয়। এবছর থেকে হবিগঞ্জ মেডিকেল কলেজে ভর্ভি শুরু হবে, হবিগঞ্জ বাসীর জন্যে এটি আনন্দের সংবাদ অনেক জেলাতে মেডিকেল কলেজ নেই আমরা পেয়েছি।
তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে, ঠিক এই মুহূর্তে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে স্বাধীনতাবিরোধী একটি মহল। আমাদের সকলকে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইস্টলন্ডনের নিডা হাউজে বিশিষ্ট শিক্ষাবিদ নাট্যভাস্কর ড. মুকিদ চৌধুরী, অ্যাডভোকেট ফয়েজুর রহমান মোস্তাক, অজিত লাল দাস, আওয়ামী লীগ নেতা আবু ইউসুফ চৌধুরী, শিক্ষাবিদ ড. হাসনিন চৌধুরী, সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, মির্জা আওলাদ বেগ, কমিউনিটি নেতা সালাউদ্দিন তাহের, ফুল মিয়া, ইঞ্জিনিয়ার বাবু শুসান্ত দাস গুপ্ত।
সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জুয়েল রাজ, সাংবাদিক শাহ রাসেল, আয়োজক কমিটির পক্ষে আলামিন মিয়া, দেওয়ান সৈয়দ আব্দুর রব, ছাত্র নেতা শাহ ফয়েজ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।