বৃহস্পতিবার রাতে কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি সাগর মোল্লাকে মাইকিং করে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফলে রাতে পর্যটন নগরী কুয়াকাটায় আগত পর্যটকদের মাঝে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুয়াকাটা জিরো পয়েন্টে অবস্থিত কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগ সভাপতি মো. সাগর মোল্লার ব্যবসা প্রতিষ্ঠান বিকাশ এজেন্ট মাহাবুব টেলিকমের টিনের ঘরের পেছনের অংশ বর্ধিত করার কাজ চলছিল। এ সময় ট্যুরিস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদসহ তিন পুলিশ সদস্য নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সাগর মোল্লার কথা কাটাকাটি হয়।
ট্যুরিস্ট পুলিশের অভিযোগ, সাগর মোল্লা তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। রাত ৮টার দিকে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিপক কুমার রায়কে নিয়ে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক শাহজাহান দেওয়ান মনিরের নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল কুয়াকাটা চৌরাস্তায় এসে মহড়া দেন। এ সময় হ্যান্ড মাইক দিয়ে যুবলীগ সভাপতি সাগর মোল্লাকে এলাকা ছাড়ার নির্দেশ দেন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক শাহজাহান মনির।
যুবলীগ সভাপতি সাগর মোল্লা বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ তার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের অংশে বর্ধিত করার কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশের এএসআই আবুল কালাম আজাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ তুচ্ছ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ ফেরারি আসাসি, সন্ত্রাসী বা অস্ত্রধারীকে ধরতে যেভাবে ঘেরাও দিয়ে মাইকিং করে ঠিক সেভাবে মাইকিং করে শত শত মানুষের মাঝে আমাকে এলাকা ছাড়ার ঘোষণা দেয়।’
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার এমপিকে অবহিত করা হয়েছে। তিনি ১৫ এপ্রিল কুয়াকাটা এসে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।’
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর ফসিঁউর রহমান বলেন, ‘সাগর মোল্লা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে অশালীন আচরণ করেছেন। অবৈধ দখলকারীকে রুখতে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ শক্তি প্রদর্শনের জন্য শোডাউন বা মহড়া দেয়নি। এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
পৌর কাউন্সিলরকে এলাকা ছাড়তে মাইকিং করা আইনবহির্ভূত কিনা- এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি এ পুলিশ কর্মকর্তা। কুয়াকাটা পৌর যুবলীগ ওই ঘটনায় প্রতিবাদ সভাসহ নানা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।