কক্সবাজারসময় ডেস্কঃ
আজ (৬ জুলাই) বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী । ২০০২ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ। চলমান মহামারী করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করছে সংগঠনটি।
এ উপলক্ষ্যে সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন । এ সময় তার সাথে মহানগর নেত্রীবৃন্দ ও মিরপুর থানা যুব মহিলা লীগের সভাপতি ফেন্সী আহমেদ উপস্থিত ছিলেন। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগ্রামী নেত্রী তুহিন ।
সাবিনা আক্তার তুহিন বলেন, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিটি সহযোদ্ধা বোনদের প্রতি সশস্ত্র সালাম ও অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করছি । আমাদের সকলের সহযোগিতা, আন্তরিকতা ও সহমর্মিতার মধ্য দিয়ে সংগঠন বহুদূর এগিয়ে যাবে । মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানাই সকলকে ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।