২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

যে কারণে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ

দুদিন আগে শততম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন। তবে হঠাৎ করেই সিরিজের মাঝে দ্বিতীয় টেস্টের আগে ফিরে আসতে হচ্ছে তাকে। হঠাৎ কেন দেশে ফিরতে হচ্ছে সাইলেন্ট কিলারকে? এ নিয়ে নানা গুঞ্জন। তবে, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, একটা ব্রেক দিতেই দেশে ফিরছেন মাহমুদউল্লাহ।

কেন মাঝপথেই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে মাহমুদুল্লাহকে? এমন প্রশ্নে জাগো নিউজকে সুজনের জবাব, ‘আসলে আমরা তাকে একটা ব্রেক দিচ্ছি। সবাই মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাচ্ছি রিয়াদ (মাহমুদউল্লাহ) আবার নিজেকে ফিরে পাক। সে জন্য তাকে বিশ্রামে পাঠানো। আমার বিশ্বাস কিছুদিন বিশ্রামে থাকলে আবার সে আগের মত করে ফিরে আসবে।’

তবে, সীমিত ওভারের ক্রিকেটে ফিরতেও পারেন তিনি। সুজনের ভাষায়, ‘ও আমাদের অন্যতম সিনিয়র খেলোয়াড়। এখানে শততম টেস্ট হবে যেখানে জুনিয়ররা খেলবে আর ও চেয়ে চেয়ে দেখাবে এটা ওর জন্য অসম্মানের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রিয়াদকে দেশে পাঠানোর। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবার সে ফিরতেও পারে।’

 

বেশ কিছু দিন থেকে ব্যাট কথা বলছে না মাহমুদউল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কা সিরিজে গলের প্রথম টেস্টে ছিলেন চরম ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন খালি হাতেই। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন নিষ্প্রভ । তবে ভারতে একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। সে ধারা ধরে রাখতে পারেননি শ্রীলংকায়।

সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন সেই ২০১০ সালে। এরপর বেশ কয়েকবার হাফ সেঞ্চুরির দেখা পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। শেষ ১০ টেস্টে ১৮ ইনিংসে করেছেন ৪৮৯ রান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।