২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

যে কারণে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ

দুদিন আগে শততম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে মাহমুদউল্লাহ রিয়াদও ছিলেন। তবে হঠাৎ করেই সিরিজের মাঝে দ্বিতীয় টেস্টের আগে ফিরে আসতে হচ্ছে তাকে। হঠাৎ কেন দেশে ফিরতে হচ্ছে সাইলেন্ট কিলারকে? এ নিয়ে নানা গুঞ্জন। তবে, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, একটা ব্রেক দিতেই দেশে ফিরছেন মাহমুদউল্লাহ।

কেন মাঝপথেই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে মাহমুদুল্লাহকে? এমন প্রশ্নে জাগো নিউজকে সুজনের জবাব, ‘আসলে আমরা তাকে একটা ব্রেক দিচ্ছি। সবাই মিলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাচ্ছি রিয়াদ (মাহমুদউল্লাহ) আবার নিজেকে ফিরে পাক। সে জন্য তাকে বিশ্রামে পাঠানো। আমার বিশ্বাস কিছুদিন বিশ্রামে থাকলে আবার সে আগের মত করে ফিরে আসবে।’

তবে, সীমিত ওভারের ক্রিকেটে ফিরতেও পারেন তিনি। সুজনের ভাষায়, ‘ও আমাদের অন্যতম সিনিয়র খেলোয়াড়। এখানে শততম টেস্ট হবে যেখানে জুনিয়ররা খেলবে আর ও চেয়ে চেয়ে দেখাবে এটা ওর জন্য অসম্মানের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রিয়াদকে দেশে পাঠানোর। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আবার সে ফিরতেও পারে।’

 

বেশ কিছু দিন থেকে ব্যাট কথা বলছে না মাহমুদউল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কা সিরিজে গলের প্রথম টেস্টে ছিলেন চরম ব্যর্থ। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে ফিরেছেন খালি হাতেই। এর আগে নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন নিষ্প্রভ । তবে ভারতে একটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। সে ধারা ধরে রাখতে পারেননি শ্রীলংকায়।

সর্বশেষ সেঞ্চুরিটি করেছিলেন সেই ২০১০ সালে। এরপর বেশ কয়েকবার হাফ সেঞ্চুরির দেখা পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। শেষ ১০ টেস্টে ১৮ ইনিংসে করেছেন ৪৮৯ রান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।