২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন চলবে

pic

দেশের লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে সংগঠনের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে সংগঠনটি। গতকাল রবিবার বিকেল ৫টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে র‌্যালীটি পৌরসভা চত্বরে এক ছাত্র সমাবেশে মিলিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা সংসদের সভাপতি সৌরভ দেব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখে যে যৌন নিপীড়ন এর ঘটনা ঘটেছে সেই ঘটনায় দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়নের আন্দোলন চলবে। ইতিহাসের পরতে পরতে ছাত্র ইউনিয়ন অসুন্দরের বিরুদ্ধে যে আন্দোলন সে আন্দোলন এখনও চলমান। যেখানেই আন্দোলন সেখানেই প্রতিরোধ। সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপসস্থিত ছিলেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা দীলিপ দাশ, সমীর পার, কল্লোল দে চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাবেক ছাত্রনেতা ফাতেমা আক্তার মার্টিন, মনির মোবারক, এইচএম নজরুল ইসলাম, মোসাদ্দিক হোসেন আবু প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, জেলা সংসদের সহ সভাপতি অর্পণ বড়–য়া, অনুপম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মুরিদুল ইভান, সহ সাধারণ সম্পাদক পাভেল দাশ, কামরুল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক শয়ন বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবীর আচার্য্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের নেতা ঈপসীতা চক্রবর্তী, ছাত্রনেতা অরূপ বড়–য়া, শেখর পাল, স্বর্ণালী দেব নীলা, শুভজিৎ রুদ্র, সুজন নাথ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।