কক্সবাজারের কর্মরত সাংবাদিকদের সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি সদস্যদের বার্ষিক আনন্দ আয়োজন ও পিকনিক চলছে পাহাড়ি পর্যটনের তীর্থস্থান রাঙ্গামাটিতে। বুধবার দু’দিনের আনন্দ আয়োজন ও পিকনিকের প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ উপলক্ষ্যে রাঙ্গামাটিতে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির মিলনমেলায় পরিণত হয়। এতে রাতে রাঙ্গমাটির হোটেল পর্যটন হলিডে কমপ্লেক্সে এক জমকালো আনন্দ আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে রাঙ্গমাটির জেলা জজ মোহাম্মদ কাউসার, জেলা প্রশাসক মানজারুল মান্নান, যুগ্ন জেলা জজ মোহাম্মদ আজিজ, জেলা পরিষদ নির্বাহী সাদেক আহম্মদ, এডিসি জেনারেল আবু সাহেদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাফিউল সরওয়ার, ডিআইওয়ান ইসমাইল হোসেন, ওসি মোহাম্মদ রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর নীতি বিকাশ দত্ত, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও রুপালী সৈকত সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, উপদেষ্টা ও দৈনন্দিন প্রধান সম্পাদক রাসেদুল ইসলাম, সমুদ্রকন্ঠ সম্পাদক মইনুল হাসান পলাশ, কক্সবাজার রিপোর্টার্স সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।