হাফিজুল ইসলাম চৌধুরী: কক্সবাজারের রামুতে ১৫ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট পাচারকালে রোববার (৩ডিসেম্বর) বিকেলে তিন যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়ার আলী আকবরের ছেলে আবু সিদ্দিক (২৫), টেকনাফের মিনাবাজারের মৃত সিকান্দারের ছেলে কামাল হোসেন (২২) ও ডিককুল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে বাহাদুর মিয়া (২৭)।
রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামুর তুলাবাগান এলাকায় কক্সবাজারগামী স্পেশাল বাস থামিয়ে চালকের পেছনের সিটের টুলবক্স থেকে ১৫ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করে পাচারকারীদের আটক করা হয়। পরে বাসটি জব্দ করে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।