২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

রামুতে এক ঘন্টার ব্যবধানে স্কুল ছাত্রসহ হতাহত চার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে এক ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৮ টায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার ও সকাল সাড়ে ৭ টায় রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব নোনাছড়ি এলাকার আনোয়ার মিয়ার ছেলে জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানা (১৪) ও রশিদনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব হামিরপাড়া গ্রামের মো. বাবুলের ছেলে সাইফুল ইসলাম (২৮)।  এবং আশরাফ ও আবদুর রহমান নামের আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।
জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন জানান, সকালে প্রাইভেট পড়তে আসার সময় চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজারের পাশে দাঁড়ানো অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্র মো. শাহেদ রানাকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস ‘হানিফ’। তাৎক্ষণিক  মূমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দূর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। তবে ঘাড়িটি শনাক্তের চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার।
এদিকে সকাল সাড়ে সাতটায় উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজার এলাকায় মারশা বাসের সাথে মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যুবক সাইফুল ইসলাম। নিহত সাইফুল ইসলাম মাহিন্দা গাড়ির যাত্রী ছিলেন। তাছাড়া এ ঘটনায় আশরাফ ও আবদুর রহমান নামের আরও ২ জন যাত্রী আহত হয়েছেন।
রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- রশিদনগরে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এছাড়া জোয়ারিয়ানালায় স্কুল ছাত্রকে চাপা দেয়া গাড়িটি আটকের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।