রামুতে পিক আপের চাপায় এক মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ৭ জুলাই বিকেল সাড়ে ৪ টায় কক্সবাজার সদর উপজেলার পি,এম,খালী ইউনিয়নের উত্তর পাতলী গ্রামের হাফেজ আহমদের পুত্র জাহেদ(১৭) মোটর সাইকেল চালিয়ে রামু থেকে বাড়ীর দিকে যাচ্ছিল এসময় সে রামু -কক্সবাজার সড়কের চাকমার কুল মাদ্রাসা স্টেশনে পৌছলে কক্সবাজার মুখী দ্রুত গামী একটি পিক আপ মোটর সাইকেলের পেছনে প্রথমে ধাক্কা পরবর্তী চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্হলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে জাহেদের মৃত্যু হয়। জানাগেছে নিহত জাহেদ চলতি সালে এস,এস,সি পাশ করে সবে মাত্র কক্সবাজার সিটি কলেজে ভর্তি হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।