নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নে ৪ দিন ব্যাপি জনশুমারী ও গৃহ গণনাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল শনিবার রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত কর্মশালার সমন্বয়ক ও প্রশিক্ষক ছিলেন রামু উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার আহমেদ শাহজাহান।
তিনি বলেন, বাংলাদেশে প্রতি দশ বছর পর পর একবার জনশুমারী হয়, করোনা মহামারীর কারণে ২০২১ সালের জনশুমারী ও গৃহ গণনা ২০২২ সালে হচ্ছে, এই শুমারী আগামী ১০ বছরের জন্য রামু উপজেলার বাজেট প্রণয়ন ও ভাগ্য উন্নয়নে নিয়ামক ভুমিকা রাখবে। তাই জনসচেতনতা সৃষ্টি করে রামুবাসীকে তথ্য প্রদানে উদ্বুদ্ধ করতে জনপ্রতিনিধি ও সচেতন এলাকাবাসীর প্রতি আহবান জানান এবং গনণাকারীদের রাষ্ট্রের অর্পিত দায়িত্ব যতাযথ ভাবে পালন করতে উৎসাহিত করেন।
উক্ত কর্মশালায় সুপারভাইজার ও গননাকারী মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।